সাভার: আশুলিয়ার ইসলামপুর গ্রামে রোববার গভীররাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় দুই জন আহত হয়েছে।
অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে ডাকাতরা।
এলাকাবাসী জানায়, রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা তাজউদ্দিনের বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে ৮/১০ জন সশস্ত্র ডাকাত। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কে আটকে রাখে এবং আলমারি ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার টাকা লুট করে।
পরে ডাকাতরা পাশ্ববর্তী ব্যবসায়ী আতিকুর রহমানের বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকে ডাকাত দল নগদ ১৬ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে। এসময় বাড়ির লোকজন চিৎকার দিলে ডাকাতরা ব্যবসায়ীর স্ত্রী ও ছেলে আদনানকে মারধর করে।
আতিকুর রহমান জানান, ডাকাত দলের অনেকেই ছিলো মুখোশধারী। অপর ভুক্তভোগী তাজউদ্দিন বলেন, ‘আমার সারা জীবনের সঞ্চয় করা নিয়ে গেছে ডাকাতরা। ’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০