ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই যুগ পর ধর্ষণ মামলা থেকে খালাস পেলেন বৃদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
দুই যুগ পর ধর্ষণ মামলা থেকে খালাস পেলেন বৃদ্ধ দরছ মিয়া

হবিগঞ্জ: দুই যুগ আইনি লড়াইয়ের পর ৮৬ বছর বয়সে এসে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দরছ মিয়া নামে এক ব্যক্তি।
 
বুধবার (২৬ জানুয়ারি) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

দরছ মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
 
এর আগে মঙ্গলবার বিকেলে আদালতটির বিচারক সুদীপ্ত দাস এ মামলার দায় থেকে দরছ মিয়াকে বেকসুর খালাস দেন। মামলার বাকি দুই আসামিও খালাস পেয়েছেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে হরিশচন্দ্রপুর গ্রামের এক নারী আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এতে দরছ মিয়া, তার খালাতো ভাই বুলু মিয়া ও পার্শ্ববর্তী গ্রামের ইমান উল্লাকে আসামি করা হয়।
 
মামলায় অভিযোগ করা হয়, রাতে ওই নারী টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তাকে ধর্ষণ করা হয়। এরপর মামলার অন্য দুই আসামি পলাতক থাকলেও দরছ মিয়া ২৪ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যান।
 
দরছ মিয়া জানান, তার বয়স এখন ৮৬ বছর। আগের বিরোধ নিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছিল।
 
আসামিপক্ষের আইনজীবী রুহুল হাসান শরীফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।