ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অজ্ঞাত মরদেহ, ফিঙ্গারপ্রিন্টে মেলেনি পরিচয়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
যাত্রাবাড়ীতে অজ্ঞাত মরদেহ, ফিঙ্গারপ্রিন্টে মেলেনি পরিচয় প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মরদেহ পাওয়া গেছে। মৃতের ফিঙ্গারপ্রিন্ট থেকে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) খন্দকার মেজবাব উদ্দিন।

তিনি বলেন, কুতুবখালী  হানিফ ফ্লাইওভারের প্রথম টোল প্লাজার পাশে হাটবাজার নামক একটি গলির মুখ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কারণ মৃতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে শরীরের বিভিন্ন জায়গায় চর্মরোগ দেখা গেছে। হতে পারে ব্যক্তিটি ভবঘুরে।

তিনি আরও বলেন, সিআইডি পুলিশ মৃদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। তবে সেই ফিঙ্গারপ্রিন্টে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়া‌রি ২৬, ২০২৩
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।