ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপসায় ইয়াবাসহ যুবক আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
রূপসায় ইয়াবাসহ যুবক আটক  ইয়াবাসহ আটক বিভাষ দাস

খুলনা: খুলনার রূপসা উপজেলার ক্ষুদি বটতলা থেকে ১ হাজার ৪০৫টি ইয়াবা ট্যাবলেটসহ বিভাষ দাস (৩৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা জেলা ডিবির অভিযানে তাকে আটক করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম বাংলানিউজকে বলেন, রূপসার ক্ষুদি বটতলা নিউ স্টার মুদি দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। এ সময় ১ হাজার ৪০৫টি ইয়াবাসহ বিভাষকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।