ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলা ও সাপাহারে উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে দুর্ঘটনাগুলো ঘটে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন- সাপাহার সড়কের শিহাড়া বাজার মোড় এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছুরত আলী (৫০) নামে এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার পরাণপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

এ ঘটনার পরে কাভার্ডভ্যানটি আটক করে এর চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সাপাহারে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত ফারুক হোসেন পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গভীড়াকুড়ি গ্রামের দছিম উদ্দিনের ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, ফারুক হোসেন দুপুরে পোরশা উপজেলা থেকে মোটরসাইকেলে করে সাপাহার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পথে উপজেলার তেঘরিয়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।