ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু ফাইল ছবি

রংপুর: রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শ্রী রওশন রায় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ্জাহান মিয়া শাহাজাদা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৫ জানুয়ারি) রাতে মিঠাপুকুর-আফতাবগঞ্জ আঞ্জলিক সড়কের বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভাটারপাড়া এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন রওশন।  দিনগত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়

নিহতদ রওশন মাসিমপুর ইউনিয়নের হরে কৃষ্ণপুর গ্রামের শ্রী প্রফুল্ল রায়ের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিক ছিলেন বলে জানা গেছে।  

জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন রওশন। পথে ভাটারপাড়া এলাকায় এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।