ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক আটক চার রোহিঙ্গা শরণার্থী

ঝিনাইদহ: ঝিনাইদহে শহরের বাস-টার্মিনাল এলাকা থেকে চারজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।  

আটকরা হলেন- মুসলিম আলী, সেকুতারা, দিলারা খাতুন ও লিচুয়ারা খাতুন। তারা সবাই কক্সবাজারের উখিয়া থানার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের শরণার্থী বলে জানা গেছে।

ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দর্শনাগামী সেন্টমার্টিন নামে বাসে কয়েকজন নারী-পুরুষ মাদক বহন করছেন -এমন গোপন তথ্য পেয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে ওই বাসটির গতি রোধ করে সন্দেহভাজন তিন নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোহিঙ্গা শরণার্থী ও রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাচ্ছিলেন।

আটক রোহিঙ্গা শরষণার্থীদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতেই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।