ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কৃষি জমি থেকে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
চাঁদপুরে কৃষি জমি থেকে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

চাঁদপুর: জেলার হাজীগঞ্জে লিজ নেওয়া কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ জরিমানা আদায় করেন।

তাকে সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ।

এসআই আব্দুল আজিজ জানান, উপজেলার বেলঘর এলাকায় সরকারি খাস খতিয়ানভূক্ত জমির লিজ গ্রহীতা আবুল কালাম ও দুলাল ওরফে জামাল জমির মাটি বিক্রি করে দেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানোর পর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভেকুটি জব্দ করা হয়। এ সময় ভেকুর মালিককে ৫০ হাজার টাকা ও লিজ নেওয়া ব্যক্তিদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক বাংলানিউজকে বলেন, জানতে পেরেছি সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় আট নম্বর হাটিল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।