মাগুরা: ডাকাতি মামলায় ১৯ বছর ধরে পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি পারভেজ ওরফে কাবুল (৪৫)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কেরিনগর বাজারে ধরা পড়লেন তিনি।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘ সময় পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি পারভেজ ওরফে কাবুলকে গ্রেফতার করা গেছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে। পারভেজ ওরফে কাবুল কেরিনগর গ্রামের সামের ছেলে।
পুলিশ জানায়, ২০০৪ সালে উপজেলার দীঘা ইউনিয়নের দীঘা উত্তর পাড়া এলাকার বিমল কুমার সরকারের ছেলে আনন্দ কুমার সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হলে ১৩ জন আসামির ৭ বছর করে কারাদণ্ড হয়। অন্য আসামিরা সাজা ভোগ শেষে বাড়ি ফিরলেও পারভেজ ওরফে কাবুল এতো বছর ধরে পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসএএইচ