ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত 

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত 

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বাস ও ট্রাকের সংঘর্ষে মো. দীপক (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৫ জন।

 

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।  

নিহত দীপন ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।  

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডুবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

ভরাডুবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বাংলানিউজকে এই তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, যাত্রী সৌখিন পরিবহনের দ্রুতগতির একটি বাস সামনে থাকা একটি মালভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় আহত এসেড কারিগরি কলেজের অধ‍্যক্ষ শেখ ইউসুফ লিটন জানান, বিকট শব্দে বাসের জানালার সব গ্লাস হঠাৎ ভেঙ্গে যাত্রীদের উপর ছিটকে পড়েছে। এতে কমপক্ষে ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।