ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ডোমারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নীলফামারী: নীলফামারীর ডোমারে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রাকিব হোসেন (২১) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার সোনারায় ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর একটি হাত বাঁকা। গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওয়াজ মাহফিল থেকে একা বাড়ি ফিরছিল প্রতিবন্ধী কিশোরীটি। এ সময় অভিযুক্ত রাকিব হোসেন তাকে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি প্রকাশ না করলেও অস্বাভাবিক আচরণ করতে থাকে ওই কিশোরী। এতে তার মায়ের সন্দেহ হলে জিজ্ঞাসার একপর্যায়ে কিশোরী তার মাকে বিস্তারিত খুলে বলে। এ ঘটনায় কিশোরীর বাবা ডোমার থানায় রাকিবের নামে ধর্ষণের মামলা দায়ের করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, রাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা হলে ভোরে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

এদিকে, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।