ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা নেভিন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা নেভিন গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জেলা ছাত্রদল নেতা ফেরদৌস আহমেদ নেভিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেভিন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ জানায়, ফেরদৌস আহমেদ নেভিনের নামে মামলা আছে। একটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে জানান, নেভিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।