ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে গায়ে থাকা ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যাওয়ায় এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা আক্তার (৬৫) উপজেলার গুমগুমিয়া গ্রামের মো. ইসমাঈল মিয়ার স্ত্রী।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বাংলানিউজকে জানান, সালেহা বেগম অটোরিকশায় করে হরিনগরে মেয়ের বাড়ি থেকে গুমগুমিয়ায় ফিরছিলেন। পথে ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে তিনি ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা চৌধুরী জানান, সালেহা বেগমের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।