ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
পীরগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বড় ফলিয়া অগ্রগামী যুব স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের আনন্দনগর বড় ফলিয়া মাঠে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়।

লাঠিখেলায় তিনটি লাঠিয়াল দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো- বারাইপাড়া লাঠিয়াল দল, খয়েরবাড়ি লাঠিয়াল দল ও হাসারপাড়া লাঠিয়াল দল।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মদনখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জুর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ও সাধারণ সম্পাদক সেলিম মণ্ডল।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।