ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অপহৃত শিশু রংপুরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
গাজীপুরে অপহৃত শিশু রংপুরে উদ্ধার আটক অপহরণকারী

রংপুর: রংপুর নগরীর টেনিস ক্লাবের সামন থেকে ৩ বছরের অপহৃত শিশু আরাফাত হোসেনকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।

মুক্তিপণ আদায়ের উদ্দেশে রাকিব চৌধুরী মিলন নামে এক অপহরণকারী শিশুটিকে গাজীপুর থেকে রংপুরে নিয়ে আসেন।

রাকিব চৌধুরী মিলন রংপুর নগরীর হারাগাছ বেনুপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে।  

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর গাছা থানা এলাকা হতে ব্যবসায়ী সামিদুল ইসলামের তিন বছরের শিশুপুত্র আরাফাত হোসেনকে শনিবার(২৮ জানুয়ারি) সকালে অপহরণ করে রংপুরে নিয়ে এসে মুক্তিপণ দাবি করা হয় ।

এ বিষয়ে আরাফাতের বাবা গাজীপুর থানায় অভিযোগ দায়ের করলে রংপুর মেট্রোপলিটন পুলিশ অভিযানে নামে। এক পর্যায়ে সন্ধ্যায় নগরীর 
চিড়িয়াখানার পাশে টেনিস ক্লাবের সামন থেকে অপহরণকারী রাকিবকে আটকসহ শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। গাজীপুর থানার অভিযোগের পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ অপহরণকারীকে আটক করে ও শিশুটিকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।