ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ৩৬ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
রংপুরে ৩৬ কেজি গাঁজাসহ আটক ১

রংপুর: রংপুর নগরীতে ৩৬ কেজি গাঁজা পরিবহনের সময় হামিদুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুর। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

রোববার (২৯ জানুয়ারি) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আর কে রোড বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের বিপরীত দিক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটক হামিদুল ইসলাম লালমনিরহাট জেলার চরগোপন্ডা এলাকার মোরশেদ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আর কে রোড বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের পাশে আগে থেকে অবস্থান নেয় অধিদফতরের কর্মকর্তা।

এসময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ৩৬ কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম জানান, আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।