ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক পরিদর্শনে সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক পরিদর্শনে সেনাপ্রধান

রাঙামাটি: তিন পার্বত্য জেলার সীমান্ত সড়ক প্রথম পর্যায়ের প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্ত সড়ক পরিদর্শন করেন তিনি।

সীমান্ত সড়ক পরিদর্শনকালে সেনাপ্রধান বলেন, সীমান্ত সড়ক পরিদর্শন করেছি। কাজের গুণগত মান অত্যন্ত ভাল। পুরো দেশে অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ চলছে। এর মধ্যে সীমান্ত সড়ক একটি। এলাকাটি অত্যন্ত দুর্গম। নেটওয়ার্ক নেই। তারপরও আমাদের যে সময় দেওয়া হয়েছে তারমধ্যে গুণগত মান ঠিক রেখে কাজ শেষ করব আমরা।

এসময় সেনাপ্রধানের সফরসঙ্গী ছিলেন- চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান , অ্যাডজ্যুডেন্ট জেনারেল, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম,  ২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম মুহায়মিন বিল্লাহ চৌধুরী, সীমান্ত সড়ক প্রকল্পের পরিচালক কর্নেল ভূঁইয়া গোলাম কিবরিয়া।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। কাজটির তত্ত্বাবধানে রয়েছেন সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৬, ২০ এবং এডহক ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।  

সীমান্ত সড়কের মোট দৈর্ঘ্য ১০৩৬ কিলোমিটারের মধ্যে প্রথম পর্যায়ে একনেকে ৩১৭ কিলোমিটার নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের মধ্যে ৯৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ বছরে প্রকল্পটির আরও ১৩২ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে, যা চলতি বছরের এপ্রিল মাসে শেষ হবে। অবশিষ্ট ৯০ কিলোমিটার কাজ ২০২৪ সালের জুন মাসে সম্পন্ন করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।