ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ফরিদপুরের বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ফরিদপুর: ফরিদপুরের বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা সদরের রাজবাড়ী রাস্তার মোড় নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

 

এসময় সুবর্ণা হো‌টেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসময় হোটেলটি থেকে ২০ পিস বা‌সি চিকেন চপ ও ৭টি মুরগির গ্রিল জব্দ ক‌রে বিনস্ট করা হ‌য়ে‌ছে।  

বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বিভিন্ন অভিযোগে সুবর্ণা হো‌টেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এছাড়াও ওই হোটেলটি থেকে ২০ পিস বা‌সি চিকেন চপ ও ৭টি মুরগির গ্রিল জব্দ ক‌রে ধ্বংস করা হ‌য়ে‌ছে।  

তিনি বলেন, জরিমানা ছাড়াও বিভিন্ন খাবার হোটেলগুলোতে তদারকি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।