ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
ঝিনাইদহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাকচাপায় লাল্টু হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাল্টু উপজেলার  হিতামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ভ্যান নিয়ে উপজেলার ভাটই বাজার থেকে হিতামপুর যাচ্ছিলেন লাল্টু হোসেন। পথে  আসাননগর এলাকায় পেছন থেকে একটি ট্রাক তার ভ্যানে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান তিনি। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে লাল্টু ঘটনাস্থলেই নিহত হন।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।