ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: ২০০৫ সালে নড়াইলের নড়াগাতি এলাকায় বন্ধুর তর্ক-বিতর্কের জেরে রাজু নামে এক যুবকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীম শেখকে (৪২)কে ১৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালয়ে তাকে গ্রেফতার করা হয়।

তর্ক বিতর্কের জের ধরে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতার শামীম।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০০৫ সালে বন্ধু ভিকটিম রাজুর সঙ্গে শামীমের জমিজমা এবং উভয়ের বাড়ি পাশাপাশি। বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক বিতর্কের এক পর্যায়ে শামীম আঘাত আহত করে রাজু। পরবর্তীতে শামীম সুস্থ হয়ে রাজুকে মারার পরিকল্পনা করে। পরে শামীম শেখ ও তার ৫ জন সহযোগী মিলে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, এ ঘটনায় নড়াইলের নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামি শামীম শেখকে গ্রেফতার করা হয়। কিন্তু তিন মাস পর জামিনে বের হয়ে যান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত মামলার সকল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে শামীম দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
পিএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।