ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা: শেরীফা কাদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা: শেরীফা কাদের 

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার মেজর (অব) এমএ জলিল এর মৃত্যু বার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মেজর (,অব) জলিল এর কবরে জাতীয় পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত করা হয়।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আধিপাত্য ও আগ্রাসনের বিরুদ্ধে মেজর (অব) জলিল ছিলেন অকুতোভয়। দেশের প্রতি তার মমত্ববোধ ছিলো অসাধারণ। মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা।  

এ সময় তার সাথে ছিলেন মেজর (অব) জলিলের বড় জামাতা ব্যারিস্টার রুমেল চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য - নজরুল ইসলাম, মোতাহার হোসেন সিদ্দিকী, আনোয়ার হোসেন, ওমর ফারুক সুজন, শরিফুল ইসলাম, আল আমিন সরকার, আমিনুল ইসলাম। জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।