ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
খুলনায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

খুলনা: খুলনায় সরকারি বিএল কলেজের বাসের চাপায় আশিকুর রহমান (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিউমার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে বলেন, বিএল কলেজের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। একইপাশে মোটরসাইকেলে আশিকুর রহমান খুলনার দিকে যাচ্ছিলেন। বাসটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় বাসচাপায় তার মৃত্যু হয়। আশিকুরের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সড়কে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আশিকুর রহমান ছিটকে পড়েন। এসময় বাসচাপায় ঘটনাস্থলেই আশিকুরের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমআরএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।