ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
ত্রিশালে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। উপজেলার ধানীখোলা চরকুমারিয়া গ্রামের বাসিন্দা তিনি। তবে অপরজনের নাম জানা যায়নি, তিনি ট্রাকের হেলপার।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন বাংলানিউজকে এতথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ভোরে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক হঠাৎ বৈলর মহাসড়কে বিকল হয়ে যায়। শ্রমিকরা বিকল ট্রাকটি মেরামত এবং মালামাল আনলোড করার জন্য বিকল ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন।  

এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ট্রাকের হেলপার ও এক ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।  

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।