ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষককে মুক্ত করতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
শিক্ষককে মুক্ত করতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমির এক শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা।

 

শিক্ষককে মুক্ত করতে অবরোধের কারণে ওই সড়কে ৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।  

গোলাপগঞ্জ এমসি একাডেমি কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের তথ্য মতে, সূত্র জানায়, রাজধানীর বনানী থানার ২০১৪ সালের ২৬ জুনে করা একটি মামলায় শিক্ষক দেবব্রত চৌধুরীকে গ্রেফতার দেখায় গোলাপগঞ্জ থানা পুলিশ। একটি ব্যাংকে শিক্ষক দেবব্রত চৌধুরীর নামে সঞ্চয়ী হিসাব ব্যবহার করে ঢাকার এক ব্যক্তি টাকা উত্তোলন করেন। পরে ওই ঘটনায় রাজধানীর বনানী থানায় ২০১৪ সালের ২৬ জুনে করা একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে বুধবার দেবব্রত চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়।  

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শিক্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।  অবরোধ তুলে নেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এনইউ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।