ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানবাধিকার সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের পুরস্কার পেলেন নূর খান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
মানবাধিকার সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের পুরস্কার পেলেন নূর খান

ঢাকা: মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডারস অ্যাওয়ার্ড’ পেয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মো. নূর খান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নূর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০ জনের নাম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, গত তিন দশকের বেশি সময় ধরে নূর খান বাংলাদেশের দুটি মানবাধিকার সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য-উপাত্ত লিপিবদ্ধ করা ও জবাবদিহিতায় উৎসাহিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও তিনি অংশীদারি করেছেন।

তার সময়োপযোগী হস্তক্ষেপ, ‘গুমের’ শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে ভূমিকা ও দেশের সক্রিয় নাগরিক সমাজে নেতৃত্ব মানুষের জীবন বাঁচাতে যেমন ভূমিকা রেখেছে, তেমনি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মামলাগুলো থেকে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি পেতে ভূমিকা রেখেছে।

নূর খান ছাড়াও মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখার জন্য ব্রাজিল, কম্বোডিয়া, জর্জিয়া, হন্ডুরাস, ইরান, ইরাক, মৌরি তানিয়া, চীন ও টোগের একজন করে এ পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
টিআর/এমচএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।