ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দিগন্ত পরিবহনের একটি বাসের চাপায় হৃদয় খান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে ছিলেন।

শনিবার (৪ ফেব্রুয়রি) সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, হৃদয় মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে সকাল সাড়ে ১০ টার দিকে দিগন্ত পরিবহনের বাসটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের ভেতরে ডুকে যায়। ঘটনাস্থলেই হৃদয় মারা যান।

তিনি বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।