ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসে মিলল ৩৫ কেজি গাঁজা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
মাইক্রোবাসে মিলল ৩৫ কেজি গাঁজা, গ্রেফতার ২

বরিশাল: বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা সংলগ্ন ব‌রিশাল-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন, বানারিপাড়া উপজেলার মনির বেপারি (৪৮) ও গাজিপুর সালডোবা এলাকার খোরশেদ আলম।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়। পরে সঙ্গে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

অধিদফতরের উপ-পরিদর্শক ইশতিয়াক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এমএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।