ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে মাটিভর্তি ট্রাকের ধাক্কায় প্রমীলা মণ্ডল (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রমীলা মণ্ডল উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন মণ্ডলের স্ত্রী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ প্রমীলা মণ্ডল বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিলেন। পথেমধ্যে সত্যরঞ্জন মণ্ডলের বাড়ির পাশে পৌঁছালে দুটি মাটিভর্তি ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে পথচারী প্রমীলা মণ্ডলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পলাতক রয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।