ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১, আহত ২

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দুইটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত সুকুমার জেলা সদরের গুহলক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে।  

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুজ্জামান বদু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

জানা গেছে, রোববার সকালে একটি স্পিডবোট দোহারের মৈনটঘাট থেকে যাত্রী নিয়ে চরভদ্রাসন গোপালপুর ঘাটে আসার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুকুমার নিহত হন ও অপর দুইযাত্রী আহত হন।  

আহতরা হলেন- চরভদ্রাসন সদরের মধ্যে বিএসডাঙ্গী গ্রামের ববি আক্তার (৩৫) ও বারেক শিকদার (৬০)।  

আহতের উদ্ধার করে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।