ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় স্কুল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে পুনরায় বিজয়ী হয়েছেন ভুনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আখতার হোসেন।  

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি-১ পদে নির্বাচিত হয়েছেন র‍্যানার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল হক, সিনিয়র সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ মো. আব্দুল বাছিত।  

সহ সভাপতি-১ পদে নির্বাচিত হয়েছেন মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আফজল মিয়া, সহসভাপতি-২ পদে নির্বাচিত হয়েছেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে নির্বাচিত হয়েছেন হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র পাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন র‍্যানার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক মো. সামছুল হক।  

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক দেবতোষ দাশ, সহ-সাংগঠনিক পদে আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রূপক দাশ, অর্থ সম্পাদক পদে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল মুতালিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলেন্দু বিকাশ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিষামনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অলক পাল, দপ্তর সম্পাদক পদে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নী শীল।  

এছাড়া ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। নির্বাহী সদস্য-১ পদে নির্বাচিত হয়েছেন ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্রিয়া কর, নির্বাহী সদস্য-২ র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক চিরঞ্জিত শেখর বুনার্জী, নির্বাহী সদস্য-৩ বিষামনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুবাস রবি দাশ, নির্বাহী সদস্য-৪ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল আলম, নির্বাহী সদস্য-৫ বরুণা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন, নির্বাহী সদস্য-৬ ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক যাজন কান্তি রায়, নির্বাহী সদস্য-৭ মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুজ্জামান, নির্বাহী সদস্য-৮ র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলী আহমেদ, নির্বাহী সদস্য-৯ বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অর্চনা রাণী শর্ম্মা, নির্বাহী সদস্য-১০ বিষামনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. বেনজির আহমেদ, নির্বাহী সদস্য-১১ হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. বেলাল উদ্দিন।  

রোববার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার এবং কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী জানান, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ২০২৩-এ মোট ভোটার ছিলেন ৩৯৮ জন, তাদের মধ্যে ৩৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে সুষ্ঠু-সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচনের কার্যক্রম সমাপ্তি হয়।  

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে আসেন জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।