ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়ায় গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
উখিয়ায় গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক হত্যা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নুর বশর (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

 

এর আগে একই দিন ভোরে কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-২ এ ঘটনা ঘটে বলে জানান ওসি।

নিহত নুর বশর একই ক্যাম্পের সি ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নুর বশর ক্যাম্পের একটি এনজিও অফিসে রাতে পাহারা দিয়ে ভোরে নিজ ঘরে ফেরার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে। তার মাথা ও পিঠে দুটি গুলি করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও আটকে এপিবিএনকে সঙ্গে নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এসবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।