বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ওই বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে মহাসড়কে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটলেও অপরটি অবিস্ফোরিত থাকে। তবে সময় লোক সমাগম কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআরএস