ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
দিনাজপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের ঘাসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারি রফিকুল ইসলাম ঘাসিপাড়া এলাকার বাসিন্দা আলহাজ্ব মোকবুল হোসেনের ছেলে।  

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল ইসলাম জানান, সোমবার (৬) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা ও এএসআই সাদ্দাম শহরের ঘাসিপাড়া এলাকায় রফিকুলের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজবাড়ীতে মাদকদ্রব্য রেখে এলাকার যুব সমাজের মধ্যে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।