ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সৈকতে পড়েছিল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
কক্সবাজার সৈকতে পড়েছিল যুবকের মরদেহ

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সমুদ্র সৈকতের রামু উপজেলার দরিয়ানগর পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিমেল রায়।

হিমেল রায় আরও জানান, দুপুরে সমুদ্র সৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্টে কূলে ভেসে আসা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।  

নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি জিন্স প্যান্ট ও শীতের জ্যাকেট পরিহিত ছিলেন। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার ভোর রাতে যে কোনো সময় তার মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক তার নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান হিমেল রায়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।