ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

নানার বাড়ি বেড়ানো হলো না সুমাইয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
নানার বাড়ি বেড়ানো হলো না সুমাইয়ার প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে সুমাইয়া (২)। দুপুরে আবার মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাবার কথা ছিল তার।

কিন্তু ফিরল লাশ হয়ে।  

মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিবারের সবার অগোচরে নানার বাড়ির বসতঘরের সামনের পুকুরে পানিতে ডুবে মারা যায় সে।  

সুমাইয়ার নানার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের বকশী হাওলাদারবাড়ী। সে কাজিগো চৌরাস্তার কাজীবাড়ীর কৃষক মো. হারুন ও গৃহিনী রোজিনা আক্তারের একমাত্র মেয়ে।  

নিহত সুমাইয়ার মামি নাসিমা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সুমাইয়া তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর মায়ের সঙ্গে আবার বাড়ি ফিরে যাবার কথা ছিল। কিন্তু তার আগে বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তার নিথোর দেহ উদ্ধার হয়। তাৎক্ষণিক সুমাইয়াকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিন বড়ুয়া জানান, পানিতে শিশুর মৃত্যুর ঘটনা কেউ পুলিশকে জানায়নি।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।