ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে হত্যা মামলার আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
কুমারখালীতে হত্যা মামলার আসামি আটক র‌্যাবের হাতে আটক শুকুর আলী বিশ্বাস

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকার জেরে পল্লী চিকিৎসক হত্যা মামলার এজাহার নামীয় শুকুর আলী বিশ্বাস (৩৫) নামে আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্ব।

আটক শুকুর আলী ওই উপজেলার চর জগন্নাথপুর এলাকার মকবুল বিশ্বাসের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বাড্ডা থানাধীন শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে কুমারখালী থানায় দায়ের করা হত্যা মামলার আসামি শুকুর আলীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি সকালে কুমারখালীর চরজগন্নাথপুর এলাকায় পাওনা টাকার জের ধরে মৃত ভাদু বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ০৩ ফেব্রুয়ারি কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ২ নম্বর আসামি শুকুর আলীকে আটক করা হয়।

>> কুমারখালীতে পাওনা টাকা চাওয়ায় ওষুধ ব্যবসায়ীকে হত্যা

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।