ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিবি কার্যালয় পরিদর্শনে এনআইএ প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ডিবি কার্যালয় পরিদর্শনে এনআইএ প্রতিনিধিদল

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয় পরিদর্শন করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) প্রতিনিধিদল।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এনআইএ প্রতিনিধিদলটি ঢাকার মিন্টুরোডের ডিবি কার্যালয় পরিদর্শন করে।

এ সময় তারা ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এনআইএর প্রতিনিধি হিসেবে ডিআইজি মিস কে ভি বন্দনা আইপিএস, ইন্সপেক্টর মিস শশী রেখা, ইন্সপেক্টর জনাব জাক্কা ওবুলেসু ও ইন্সপেক্টর কৃষ্ণ কুমার ভরদ্বাজ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এ সময় ডিএমপির গোয়েন্দা বিভাগ ও এনআইএ তাদের কার্যক্রমের ক্ষেত্রে যৌথভাবে আঞ্চলিক পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ডিএমপির যুগ্ম-কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়, যুগ্ম-কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবীসহ ডিবির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad