ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ১২ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
মেহেরপুরে ১২ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের তিনটি থানার যৌথ অভিযানে গত ১২ ঘণ্টার নিয়মিত মামলা ও বিভিন্ন মামলা আদালতের পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে।

মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এসব অভিযানে অংশ নেয়।

গ্রেফতার আসামিদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ ১২ জন, মুজিবনগর থানা পুলিশ ৪ ও গাংনী থানা পুলিশের অভিযানে ৩ জনসহ মোট ১৯ জন রয়েছেন।

এর মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ৮ জন, সিআর মামলায় ৩ জন, নিয়মিত মামলায় ৩ জন, মাদক মামলায় ২ জন, চুরির মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ২ আসামি রয়েছেন।

মেহেরপুর সদর থানায় গ্রেফতাররা হলেন- সদর উপজেলার বুড়িপোতা গ্রামের জামান শেখের ছেলে হুমায়ন কবির শেখ, হরিরামপুর গ্রামের আলহামদু মিস্তির ছেলে আসানুল হক (৪০) ও ঝাঁঝাঁ গ্রামের কালুর ছেলে রাজু হক (২২), আদালতের পরোয়ানাভুক্ত আসামি শ্যামপুর নীলমনি পাড়া এলাকার তমিজ উদ্দীনের ছেলে সাবান আলী, তার স্ত্রী উমাতন নেছা, আবু বক্করের ছেলে রশিদুল ইসলাম, তার স্ত্রী ফারজানা খাতুন, সাবান আলীর ছেলে জিলদার আলী, আদালতের পরোয়ানাভুক্ত সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের আজিজুল হকের ছেলে মামুনুর রশিদ, বারাকপুর গ্রামের আছের আলীর ছেলে আব্দুল আলীম, দীঘিরপাড়া গ্রামের খবির উদ্দীনের ছেলে মিলন হোসেন।

মুজিবনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন- আদালতের পরোয়ানাভুক্ত আসামি কোমরপুর গ্রামের মৃত সবদুল বাহাদুরের ছেলে আব্দুল বারী (৪৫), বাগোয়ান গ্রামের কাজীপাড়া এলাকার পাত্তর আলীর ছেলে আব্দুর রহিম শেখ (৫০), বাগোয়ান নতুনপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে মনিরুল ইসলাম ওরফে ময়না খাতুন (৫৫) এবং বাগোয়ান গ্রামের গোলাম মীরের ছেলে কাজী শফিকুর রহমান আশিক (৫০)।

গাংনী থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন- গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের শ্রী প্রসান্ত দাসের ছেলে শ্রী বিধান কুমার দাস, উপজেলার আকুবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে দাউদ হোসেন এবং খাসমহল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সালাউদ্দীন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা এসব আসামিদের বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।