ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
সিংড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


নাটোর: নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

অভিযান সূত্রে জানা গেছে, নাটোর-বগুড়া মহাসড়কের জায়গা দখল করে সিংড়া উপজেলার জামতলী হাট এলাকায় রাস্তার দু’পাশে অবৈধ শতাধিক স্থাপনা গড়ে তোলা হয়। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় উপজেলা প্রশাসন স্থাপনা সরিয়ে নিতে সময় নির্ধারণ করে মাইকিং করে। এ সময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।