ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৪ কোটি টাকার দাবিতে ১৪০০ শ্রমিকের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
১৪ কোটি টাকার দাবিতে ১৪০০ শ্রমিকের বিক্ষোভ শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা): ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি কারখানার ১৪০০ শ্রমিক ১৪ কোটি টাকা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ’ শ্রমিক।

এ সময় জার্মানির একটি মানবাধিকার সংস্থার দু’জন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক আমিন বলেন, ডিইপিজেডের অনারওয়ে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিডেট কারখানার ১৪০০ শ্রমিক আজ মানবেতর জীবনযাপন করছেন। কারখানাটি অনেক আগেই বেপজা কর্তৃপক্ষের মাধ্যমে বিক্রি হয়ে গেলেও শ্রমিকদের ১৪ কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয়নি। বেপজা কর্তৃপক্ষ সেই টাকা নিজেদের কাছে রেখে শ্রমিকদের সঙ্গে তালবাহানা করছেন বলেও অভিযোগ করেছেন শ্রমিক নেতারা।

আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।