ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ  

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ   ফাইল ফটো

ঢাকা: সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার জন্য মানবিক সহায়তা হিসেবে সরকার ড্রাই কেক, বিস্কুট, কম্বল, তাঁবু, মেডিসিন এবং সোয়েটার পাঠিয়েছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো জাহাজের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী রাত সাড়ে ১০টায় সিরিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।  

ত্রাণ সামগ্রীর মধ্যে ৪২৮ প্যাকেট ড্রাই কেক(১১১০ কেজি), ৩৪৭ প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট(৫৫৬ কেজি), ২৩ প্যাকেট কম্বল(১৩৮০ কেজি), ১০২ প্যাকেট তাঁবু(৪৪২৩ কেজি), ৪৪ প্যাকেট ওষুধ(৯৮০ কেজি) এবং ১৭০ প্যাকেট সোয়েটার(১৩০০ কেজি) রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।