ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নার্সিং হোস্টেলে ঝুলছিল ছাত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ফরিদপুরে নার্সিং হোস্টেলে ঝুলছিল ছাত্রীর মরদেহ

ফরিদপুর: ফরিদপুরে অ্যামাজান নার্সিং প্রাইভেট ইনস্টিটিউট নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল থেকে প্রিতি হাওলাদার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের অ্যামাজান নার্সিং প্রাইভেট ইনস্টিটিউটের হোস্টেল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রিতি হাওলাদার রাজবাড়ী জেলার হরিসভা নামক এলাকার লালন হাওলাদারের মেয়ে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, ওই শিক্ষার্থী হোস্টেলের তার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। একটি ছেলেকে নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তবে, তদন্ত শেষে ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।