ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মিলার শেখ নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলার উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাচ্চা শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাউরা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মিলার। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।