ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
গাজীপুরে গাঁজাসহ গ্রেফতার ৩

গাজীপুর: গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক এলাকা থেকে এক কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতাররা হলেন-  ময়মনসিংহের নান্দাইল থানার রামদী এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে সোহেল (৪০), ঢাকার পল্লবী থানার বিহারী ক্যাম্প বড় মসজিদ রোড এলাকার রফিকুলের স্ত্রী জমিলা বেগম (৪২) ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক এলাকার সাবু শেখের ছেলে হারুন (৪৫)।  

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকা অভিযান চালানো হয়। এ সময় এক কেজি গাঁজাসহ সোহেল, জমিলা বেগম ও হারুনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে টঙ্গী সহ আশপাশ এলাকায় মাদকের কারবার করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ফেব্রুয়ারি ১২, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।