ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘এ বাড়ি থেকে বের হলে আমার লাশ বের হবে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
‘এ বাড়ি থেকে বের হলে আমার লাশ বের হবে’  অভিযুক্ত হিমেল রায়

পঞ্চগড়: উকিলের মাধ্যমে এফিডেফিটে বিয়ে করে শারীরিক সম্পর্কের পর প্রতারণা করার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের হিমেল রায় (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।  

পারিবারিকভাবে অন্য মেয়ের সঙ্গে হিমেলের বিয়ে হচ্ছে শুনে ঢাকা থেকে পঞ্চগড়ে ছুটে আসেন প্রেমিকা।

প্রেমিক হিমেলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন তিনি।  

তিনি বলেন, হিমেলকে না পাওয়া পর্যন্ত কোনোভাবেই ওই বাড়ি ত্যাগ করব না। এ বাড়ি থেকে বের হলে আমার লাশ বের হবে।

গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে জেলার দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারীপাড়ায় হিমেলের বাড়িতে ওই তরুণীর এ অনশন চলছে।

অভিযুক্ত প্রেমিক হিমেল পাটোয়ারীপাড়া এলাকার উমাপতি রায়ের ছেলে।  

দফায় দফায় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।

অনশনে বসা তরুণীর অভিযোগ,  ৬ বছর ধরে হিমেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। হিমেলকে তার পরিবারের সদস্যরা অন্যত্র সরিয়ে রেখেছেন।

ওই তরুণীর অভিভাবকরা বলছেন, যেহেতু তাদের সম্পর্ক ছিল এবং বিষয়টি এতদূর গড়িয়েছে। তাই যেন সামাজিকভাবে তাদের মেয়েকে তারা (হিমেলের পরিবার) গ্রহণ করে।  

তারা জানান, গত ১ ফেব্রুয়ারি দিনাজপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে হিমেলের সঙ্গে তাদের মেয়ে বিয়েতে আবদ্ধ হতে অঙ্গীকারনামা সম্পন্ন করে।

এ বিষয়ে অভিযুক্তের পরিবারের বাড়িতে একাধিকবার গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য নেওয়া যায়নি।  

স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে যে কোনো অপ্রতিকর ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।