ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার কৃষ্ণচাঁদপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত স্থানীয়দের বরাতে বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিরামপুরের দিকে যাচ্ছিলেন ওমর ফারুক। পথে কলেজ বাজার এলাকায় পৌঁছালে ঘোড়াঘাটগামী একটি ট্রাকের সঙ্গে তার বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।