ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চার জনে দাঁড়িয়েছে । আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হাজীপুর এওলাটিকর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন আরেক মা ও ছেলের মৃত্যু হয়েছে।  
 
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম ওরফে সাজিদ (২৫), একই উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।

তাদের মধ্যে রাশেদা বেগম ও নুরুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাত ৮টায় জেবু বেগম এবং দিনগত রাত ১২টার দিকে ফারিয়া আক্তারের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার বিকেল ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হাজীপুর এলাকায় বিয়ানীবাজার থেকে যাত্রী নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মা-ছেলে ও মা-মেয়ে। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা এবং ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পলাতক।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।