ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে কলেজছাত্রী সোনিয়া হত্যার ঘটনায় মামলা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
সিলেটে কলেজছাত্রী সোনিয়া হত্যার ঘটনায় মামলা  নিহত সোনিয়া। ফাইল ছবি

সিলেট: সিলেটে কলেজছাত্রী সোনিয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিহতের ভাই পারভেজ আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় একমাত্র সজিবকে আসামি করে অজ্ঞাত একজনকে রাখা হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

এদিকে অভিযুক্ত সজিব আহমদকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নিয়ে সিলেটে র‌্যাব-৯ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসার চার তলার একটি কক্ষ থেকে সোনিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

সোনিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হন। আর সজিব আহমদ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নবীনগরের নতুনবাড়ি নুর উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।