ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ১০ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ডেমরায় ১০ কেজি গাঁজাসহ আটক  ২

ঢাকা: রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তারা হলেন- মো. ফেরদৌস সরদার ও মো. তানভীর মোল্লা ওরফে আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ডেমরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, থানার কিউআরটি টিমসহ পুলিশ মঙ্গলবার ডেমরা চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। তখন একটি যাত্রীবাহী বাস থেকে দুই ব্যক্তি নামেন। তাদের সন্দেহ হওয়ায় তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে থাকা ট্রলিব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়।

আটক ব্যক্তিদের নামে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।