ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে আটক

ঢাকা: মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি হত্যা চেষ্টার মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানতকে (৩৩) রাজধানীর মুগদা এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৩। তিনি লৌহজং উপজেলার মশদগঞ্জ এলাকার জব্বার খাঁর ছেলে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেচেন।

তিনি জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার নামে লৌহজং থানায় ২০১৩ সালে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে রায় দেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।